ভারতজুড়ে স্বাধীনতা দিবস উদযাপিত
যথাযোগ্য মর্যাদা এবং উৎসবের মধ্যদিয়ে ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩তম স্বাধীনতা দিবস। নানা আয়োজনের মধ্যে অন্যতম আয়োজন ছিল লালকেল্লায় প্রধানমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ। এছাড়াও রাজ্যে রাজ্যে রাষ্ট্রীয় এই দিনটি উদযাপন করা হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী নয়াদিল্লির লালকেল্লায় বিশাল প্যারেডের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত হাজারো জনতার উদ্দেশে বক্তব্য দেন তিনি। প্রায় এক ঘণ্টার বক্তব্যে তুলে ধরেন, আগামীর উন্নয়নের রূপরেখা। ঘোষণা দেন, তিন বাহিনীর প্রধান হিসেবে চিফ অব ডিফেন্স স্টাফ নামে নতুন একটি পদ তৈরির।
একই দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় সময় সকাল ১০টায় কলকাতার রেড রোডে উপস্থিত হয়ে জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। প্রদর্শন করা কুচকাওয়াজ ও প্যারেড। অনুষ্ঠানে দেশ বিদেশের কয়েক হাজার অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার